কচুয়ায় ডেভিল হান্টে আটক ৬

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
ডেভিল হান্ট এর অভিযানে বাগেরহাটের কচুয়ায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী নতুন বাজার এলাকার শামসুর রহমান এর ছেলে আবু নাইম (২৪),টেংরাখালী গ্রামের শেখ মকবুল হোসেন এর ছেলে শেখ কামরুল ইসলাম (৫০), বারুইখালি এলাকার মৃত শেখ শফিউদ্দিন এর ছেলে শেখ আসলাম উদ্দিন (৫৫),গোপালপুর ইউনিয়নের মোজাম শিকদার এর ছেলে মিলন শিকদার (৩২),একই এলাকার শফিউদ্দিন এর ছেলে মোঃ মাছুম শেখ (৩৯),গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকার মৃত মহেজ উদ্দিন শেখ এর ছেলে আঃ রব (৬০)।এদের বিরুদ্ধে ২০২৪ সালের ১০ নভেম্বর ১৪৩,৩৪১,৩৮৫,৩৮৭,৪২৭,৫০৬,১১৪ ধারায় কচুয়া থানায় মামলা নং- ৭। গত ৯ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী দুপুর ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার দেখানো হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামিদের দুপুরের পরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।