সারাদেশ

শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলার,জাতীয় নাগরিক কমিটি গঠন 

শফিকুল ইসলাম সোহেল

শরীয়তপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটি   শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি কমিটি গঠন হয়েছে। জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। আজ বুধবার  বিকালে জাতীয় নাগরিক কমিটির সদস্য ঋয়াজ মোর্শেদ ও সদস্য মো. আ. রহমান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার মো. মোক্তার হোসেন সবুজ (সবুজ তালুকদার) কে ১ নং প্রতিনিধি করে ১৫১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটির অনুমোদনদেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

এ ব্যাপারে মোক্তার হোসেন সবুজ তালুকদার বলেন, আমরা ২৪ এর চেতনা বাস্তবায়নে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এই প্লাটফর্মে আসার জন্য আহবান জানাচ্ছি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং