ফেনীর সোনাগাজীতে ডাকাতি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে ডাকাতি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
ডাকাতি মামলায় ০৬ বছরের সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন দুর্ধর্ষ আসামী গ্রেফতার।সোনাগাজী মডেল থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ ঘটিকার সময় সোনাগাজী থানাধীন ৫নং চর দরবেশ ইউনিয়ন এর চর সাহাভিকারী এলাকার আসামী নিজ বসত ঘর হইতে ২টি জি আর (সাজা) ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী কে গ্রেফতার করেন।সে ডাকাতি মামলা এসজিআর ১২৩/১৫ মামলার ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও মাদক মামলা-সোনাগাজী মডেল থানার মামলা নং-০৯,তারিখ-১৪/০৭/২০২০ খ্রিঃ মামলার ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী।আসামী হলেন মিজানুর রহমান প্রঃশেখ ফরিদ, পিতা-নুর আলম,সাং-চর সাহাভিকারী(চাঁন মিয়ার দোকান),থানা-সোনাগাজী, জেলা-ফেনী।পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।উল্লেখ্য,ফেনী জেলার পুলিশ সুপার মোঃহাবিবুর রহমান,এর দিক নির্দেশনায়,সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন সার্বিক তত্ত্বাবধানে,অফিসার ইনচার্জ মোঃবায়েজীদ আকন এর নেতৃত্বে এএসআই(নিঃ) রাজীব বৈরাগী অভিযান পরিচালনা করেন।