সারাদেশ

‘ডেভিল হান্ট’ অভিযানে চট্টগ্রাম নগরীর চৌমুহনীতে অস্ত্র উদ্ধার 

আবদুর রহিম, ডবলমুরিং ( চট্টগ্রাম মহানগর)

আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী  এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করেছে নগরীর ডবলমুরিং থানা  পুলিশ। পুলিশ বলছে, অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে এ অভিযান চালিয়ে চৌমুহনী কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ভবনে চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটক ওই যুবকের নাম ইউসুফ শান্ত (২৪)। তিনি ওই টিনশেড ঘরের বাসিন্দা। অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। শান্ত নামে এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে এখানে এসে আমরা একটি দেশিয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করেছি।

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘ইউসুফ শান্ত নামে ওই যুবককে গতকাল দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, তার কাছে একটি অস্ত্র রয়েছে। তিনি বলেন, ‘অপরাধী কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে বা যারাই অপরাধ করবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আর এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ইউসুফের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং