সারাদেশ

নোয়াখালীর চাটখিলে দুই  মাদক কারবারি গাঁজা সহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী জেলা  :
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ ফেব্রুয়ারী( রোববার) রাতে  চাটখিল  উপজেলা পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন চাটখিল পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যাহ ছেলে বাবুল হোসেন (৫০)  ও সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য   নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,