সারাদেশ

সাংবাদিক আবদুর রহীম ফেনী জেলা স্কাউটস এর সহ-সভাপতি নির্বাচিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এ কে এম আবদুর রহীম।ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের জেলা প্রতিনিধি আবদুর রহীম ১৯৮১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা,সোনাগাজী আল হেলাল একাডেমী,সোনাগাজী মো.ছাবের পাইলট হাইস্কুল এবং ফেনী শাহীন একাডেমীতে স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।শিক্ষকতা শেষেও তিনি জেলা স্কাউটস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।এর আগে তিনি সোনাগাজী উপজেলা স্কাউটস এর সম্পাদক,ফেনী জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক,জেলা কাব লিডার,জেলা স্কাউট লিডার ও জেলা সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন।কাব ও স্কাউট উভয় শাখায় উড ব্যাজার একে এম আবদুর রহীম ইতিপূর্বে অনেকবার জাতীয় কাব ক্যাম্পুরীর কন্টিনজেন্ট লিডার,জাতীয় স্কাউট জাম্বুরীর পরীক্ষক সহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে স্কাউট সেবায় অবদান রেখেছেন।তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ফেনী জেলা স্কাউটকে গতিশীল করে বর্তমান তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের প্রতি কর্তব্য পালনে অবদান রাখতে সবার দোয়া কামনা করেছেন।বাংলাদেশ স্কাউটস এর গঠনতন্ত্র মোতাবেক পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা স্কাউটস এর সভাপতি মনোনীত হন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,