সিরাজগঞ্জে ৫টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি হল রুমে অনুষ্ঠিত দলের দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক ৫টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।সম্ভাব্য প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান।
তবে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।