সারাদেশ

গাইবান্ধা উদয়ন প্রেসে হামলার প্রতিবাদে মানববন্ধন 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা উদয়ন প্রেস নামক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও প্রতিষ্ঠানটির মালিকের ছেলে কে আহত করার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীদের অংশ গ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সমপাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সমপাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহরের দৃশ্যমান এই মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই কারণেই শহরের উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল  জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন ।
উল্লেখ্য,গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা- পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে, পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,