বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট শাখার সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা।

জয়া হাসান, নোয়াখালী- নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ার বিকাল ৩ ঘটিকার সময় কবিরহাট উপজেলা নির্বাহী প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা সাথে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট শাখা সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সদস্য মোক্তার হোসেন বাপ্পি উপস্থিতিতে উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসক ও তাদের দোসরদের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি। নতুন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে আমাদের দায়িত্ব কর্তব্য বেড়ে গিয়েছে, আমরা এ দেশের রাষ্ট্রীয় সংস্কারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
এই সময় উপস্থিত ছিলেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম, আবু ইউসুফ মিরাজ, আবু হায়াত রনি, দেলোয়ার হোসেন, মিসবাহুল আবেদিন, সালমান ফারসি তারেক, ওহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিগণ।
কবিরহাট উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়তে সবসময় উপজেলা প্রশাসনের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে সকলে একাত্মতা পোষণ করেন।
মতবিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট শাখা পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমি চাই সকল ভালো সাথে সবাই সহযোগিতা।