সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের জন্য তুমুল সমালোচনা এবং গোলচত্বর মহাসড়ক অবরোধ করে পদবঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১০ তারিখ) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে বোববার বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়ক অবরোধ করে এমনকি আজ সোমবারও তা অব্যাহত ছিলো তাতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই এই কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।