সারাদেশ

শাহরাস্তিতে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত 

হাসান আহমেদ।।
চাঁদপুরের শাহরাস্তিতে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
সোমবার বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অবস্থিত মেসাস হারুন ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে অবস্থিত মান্নান ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিংকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের  পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া জানান, টপ সয়েল কাটা ও সংরক্ষণ করার অপরাধে  ইট প্রস্তুুত ও ভাটা আইনে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ও হারুন ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে পানি দিয়ে ভাটার আগুন নিবিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, ইটভাটার এই অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,