আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকা থেকে গতকাল বিকেলে প্রায় আটানব্বই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২) এবং কিশোর জেলার সদর উপজেলার লঘুনন্দপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০) আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
থানা ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল (১০ ফেব্রুয়ারি) সোমবার নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি মিনি ট্রাক বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ইন্দোইল নামক এলাকায় আশা পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে চালকের বসার আসনের নিচ থেকে বিশেষ কায়দায় মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ চালক ও ট্রাকের মালিককে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বিকেলে গাঁজাসহ গ্রেপ্তারকৃত চালক ও ট্রাকের মালিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।