চাঁদাবাজির অভিযোগে ফেনী জেলা জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হলেন বিতর্কিত জাকির হোসেন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
চাঁদাবাজির অভিযোগে ফেনী জেলা জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হলেন বিতর্কিত জাকির হোসেন।
সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার কর্মী জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়েছে।সোমবার ১০ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।জাকির দাগনভূঞা উপজেলার গজারিয়া বাজারের জহির আহমদের ছেলে।এর আগে আলিয়া মাদ্রাসার বহিস্কৃত প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে মামলা থেকে রক্ষা করার কথা বলে পুলিশের নাম ভাঙিয়ে বিতর্কিত জামায়াত নেতা জাকিরের চাঁদাবাজির অডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।এই ছাড়া জাকির সোনাগাজীতে গৃহ শিক্ষক থাকাকালীন এক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে চাপে পড়ে বিবাহ করতে বাধ্য হন।জাকিরের নানা বিতর্কিত কর্মকাণ্ড থাকার পরেও তাকে জামায়াতে নানা সুযোগ করে দেন,সাবেক আমির সহ একটি চক্র।