সারাদেশ

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো.সাবেত আলী  ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে তিনি এ জোনের উদ্বোধন করেন।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি ওয়াই ফাই সম্পর্কে জেলা প্রশাসক বলেন, তরুন প্রজম্মকে নিদিষ্ট সময়ে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য এ ফ্রি ওয়াই ফাই। যারা কম্পিউটার সম্পর্কে পারদর্শি, তারা পরিষদের ডেস্কটপ ব্যবহার করে ফ্রিতে অনলাইনে বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন। এ সময় তিনি পরিষদের জন্য একটি গুদাম ঘর স্থাপনের আশ্বাস দেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. নয়ন ইসলাম, ইউপি সদস্য হকিকুল ইসলাম ,মিন্টু কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,