শ্যামনগরে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সোমবার বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে পাঁচ প্রকার পিঠা প্রদর্শন পূর্বক বিদ্যালয়ে তিন শত সত্তর জন শিশু ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে আপ্যয়নের ব্যবস্থা করা হয়।
নবান্ন উৎসব উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুক জানান।
পিঠা উৎসবে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক। অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার শাহিন হোসেন,সোহাগ হোসেন,প্রকাশ চন্দ্র মন্ডল,হুমায়ুন কবীর, ইদ্রিস আলী,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামনগর জামায়াতের পৌর আমির হারুনর রশিদ সাচ্চু, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক আপ্পু, হাফিজ আল আসাদ কল্লোল,বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ প্রমুখ।