সারাদেশ

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মেলার সমাপনী

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরার) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।  ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার সোমবার বিকালে সমাপনী করা হয়।

কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও মোছা ঃ রণী খাতুন। কারিতাস শ্যামনগরের  কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে সিআইএমএমএস প্রকল্পের আওতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রিয় কার্যালয়ের জুনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় বিশ^াস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউপি সচিব আবু হেনা, শ্যামনগর প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন।  কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে  মেলায় ১৭টি সরকারি-বেসরকারী স্টল প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট ও ১ম,২য় ও ৩য় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। রবি ও সোম দুই দিন ব্যাপী মেলায় স্কুল শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সংগীত ও পটগান মঞ্চস্থ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,