সারাদেশ

শরীয়তপুরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার

শফিকুল ইসলাম সোহেল

শরীয়তপুর

শরীয়তপুর সদরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় অভিযান চালিয়ে মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০) নামে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৬ জানুয়ারি রাত ১টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের অফিসের গোডাউনে হানা দেয়।

তারা গোডাউনের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিক্রয়কেন্দ্রের সহকারী গোডাউন কিপার লাকু খান, সহকারী কম্পিউটার অপারেটর শাকিল ও পিয়ন মোহাম্মদ আলীকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ক্যাশ ভল্ট কেটে মোট ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অফিসের ১৬টি সিসি ক্যামেরা, ডিডিআর ও এনডিআর খুলে নিয়ে যায় যাতে তাদের শনাক্ত করা না যায়। ঘটনার পর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে মো. শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং থানায় একটি ডাকাতি মামলা করেন।

শরীয়তপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ টিম এ বিষয়ে তদন্ত শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩৫০ টি সিসিটিভির ফুটেজ, গ্লোবাল লোকেশন ট্র্যাকিং ও পার্শ্ববর্তী জেলার ডাকাতি মামলার তথ্য বিশ্লেষণ করে ডাকাত দলের কয়েকজন সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়। পরে খুলনা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)-কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে এবং অন্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
পুলিশ সুপার আরো বলেন,এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯ শত ৬৫ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টনের একটি পিকআপ ভ্যান, ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,