সারাদেশ

 “দাফনের  ৩৮ দিন পর লাশ উত্তোলন”

মো: ইফতেখার হাবীব ( কুমারখালি – কুষ্টিয়া প্রতিনিধি)
বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ (৩২) নামের এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইতু্ল মামুর কবরস্থান থেকে মরদেহ টি উত্তোলন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের ছাবদুল শেখের ছেলে ট্রাক চালক তরিকুল শেখের হেলপার আল-আমিন নেশা করার জন্য মা দ ক না পেয়ে তরিকুলকে হত্যা করেন। এই ঘটনায় হেলপার আল-আমিন আটক হলে আদালতের জবানবন্দিতে হত্যার বিষয়টি  স্বীকার করেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।
আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান, নিহতের স্বজন ও শত শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহ টি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং