সারাদেশ

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হাবিব গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২২ জানুয়ারি ২০২৫ইং
জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।
হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।  তিনি পাঁচবিবি পৌরসভার মেয়র ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হলে এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র  হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়   সন্দেহজনক চলাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করলে সেখান থেকে জয়পুরহাট থানায় খবর দিলে, ঢাকায় অবস্থানরত জয়পুরহাট থানা পুলিশের একটি টিম হাবিবকে জয়পুরহাটে নিয়ে এসে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,