সারাদেশ

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতায় মতবিনিময় সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার এই শ্লোগানে চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ দশানী মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত সভায় বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মুনির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশানী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কাজি মুহাম্মদ শাহজাহান।তিনি বলেন,মাদক এখন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা।মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন একটি গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে,এই গ্রামে মাদকাসক্ত ব্যক্তি নেই।ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষার জন্য পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।ছাত্র জনতার বিপ্লবে পর,বিভিন্ন কার্ক্রমের মাধ্যমে অত্র গ্রাম থেকে প্রায় মাদক নির্মুল করা হয়েছে।শতভাগ মাদক মুক্ত গ্রাম করার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।মুহাম্মদ শরিয়ত উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দশানী কেন্দ্রীয় জামে মাসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দিন,চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী আব্দুল্লাহ আল মামুন,চরলক্ষীগঞ্জ দশানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার নুরুল আলম, চরলক্ষীগঞ্জ ছয়ানি সমাজ কল্যাণ পাঠাগারের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন,মু.মোজাম্মেল হক।সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরউদ্দিন বলেন, একজন ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তখন তার জ্ঞান-বুদ্ধি ও উপলব্ধি-অনুধাবন শক্তি লোপ পায়।তখন  নিজেকে সে অসহায় ও ভরসাহীন ভাবে,তখনই সে আত্মহত্যা করে।মাদক শুধু পরিবার ধ্বংস করে না, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে।মাদক সবার জন্য অভিশাপ।মাদক নির্মূল করতে হলে সচেতন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দশানী গ্রাম শতভাগ মাদক মুক্ত ঘোষণা করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং