সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় হানিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ জুনাকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়।করিম উল্লাহ জুনা ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ২০ জানুয়ারি হানিফ তার দুই বন্ধু ফারুক এবং রিয়াজকে নিয়ে করিম উল্লাহ প্রকাশ জুনার বাড়িতে যায়।পূর্ব থেকে সেখানে থাকা অজ্ঞাত ৭/৮ এবং করিম উল্লাহ প্রকাশ জুনা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এই সময় ফারুক এবং রিয়াজ পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে ছাগলনাইয়া উত্তর ছয়ঘরিয়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মো.হানিফের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় নিহতের ভাই মো.মুছা বাদী হয়ে হত্যা মামলা করেন।মামলা নং-১৪,তারিখ ২১ শে জানুয়ারি ২০২৫।ফেনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার রবিউল হাছান সরকার বলেন,মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।আসামি জুনাকে গ্রেফতারের পর ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন,র‌্যাব আসামি জুনাকে থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং