সারাদেশ

ছাত্রলীগের নতুন কর্মসূচী দেওয়ার প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুনতাসির রাহী, ববি প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কতৃক ১-১৮ ফেব্রুয়ারী দেশব্যাপী কর্মসূচী দেওয়ার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিরোধী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৯জানুয়ারী) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এসময় বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, কোন স্বৈরাচারী সংগঠন ছাত্রলীগের ঠিকানা এই দেশে হবে না।ছাত্রলীগের কোন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করলে তা কঠোরভাবে প্রতিহত করবে ছাত্রসমাজ।
আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের মানুষ এদের শক্ত হস্তে দমন করবে। তারা খুন গুমের মত জঘন্য কাজ করেছে,বাংলার মানুষের রক্ত ঝঁরিয়েছে।তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আগামি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট দলকে কোনভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবেনা।
রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, কোন ফ্যাসিস্ট সরকার এই বাংলার জমিনে তৈরি হতে দেওয়া হবে না। এই আওয়ামী লীগকে ছাত্র-জনতা পতন ঘটিয়েছে। যাদের হাতে রক্ত ঝড়েছে তারা আগামির কোন নির্বাচনের কথা ভাবতেই পারেনা। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলার জমিনে জায়গা নিতে চাইলে তা আবারো ছাত্র জনতা জেগে উঠবে। আবু সাইদ সহ যারা রক্ত দিয়েছে,আহত ও নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই করতে হবে।
লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সোহাগ হোসেনের সঞ্চালনায় মিছিলে অংশগ্রহণ করেন সিফাত, মাইনুল, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম রানা প্রমুখ।
উল্লেখ্য যে ২৯ জানুয়ারি ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ কর্মসূচী ঘোষিত হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং