সাবেক জাতীয় সংসদ সদস্য আতাউর রহমান বেলাল আর নেই।

মিজানুর রহমান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার-৪ গোবিন্দগঞ্জ-৩২ এর আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল মৃত্যুবরণ করিয়াছেন৷ আজ বিকাল ৫:৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করিয়াছেন
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য
আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন৷ সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল এর মৃত্যুতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের শোকের ছায়া নেমে এসেছে৷ সাবেক সংসদ সদস্য আতউর রহমান বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি ৪র্থ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গোবিন্দগঞ্জের অনেক নেতা কর্মী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান