সারাদেশ

শার্শা উপজেলা প্রশাসনের  আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

জাকির হোসেন,বেনাপোল-শার্শা: যশোরের শার্শায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০,৩০টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক (ইউএনও) ডা.কাজী নাজিব হাসান, এর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার
আইন শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ,ও সামাজিক সম্প্রীতি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শওকত মেহেদী সেতু, এ সময় আলোচনা মঞ্চে অনান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল, যশোর (একজন উপযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরিচালক, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ (একজন উপযুক্ত প্রতিনিধি ছিলেন অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি ডিগ্রী কলেজ/ ফজিলাতুননেছা সরঃ মহিলা কলেজ, শাশা, যশোর।
অফিসার ইন-চার্জ, শার্শা থানা/ বেনাপোল পোর্ট থানা/ নাভারণ হাইওয়ে থানা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা/ সিনিঃ মৎস্য কর্মকর্তা। কৃষি কর্মকর্তা/ প্রাণি সম্পদ। উপজেলা প্রকৌশলী/ উপজেলা শিক্ষা/উপজেলা মাধ্যঃ শিক্ষা/ মহিলা বিষয়ক/ সমাজসেবা/ আনসার-ভিডিপি/ সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন। স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, শার্শা, যশোর।
প্রশাসক, শার্শা / লক্ষণপুর/ গোগা/ বাগআঁচড়া/ উলাশী/ বাহাদুরপুর, বেনাপোল ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর। চেয়ারম্যান, ডিহি। নিজামপুর/ কায়বা/ পুটখালি ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর।
পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেনাপোল স্থল বন্দর, শার্শা, যশোর।

ক্যাম্প ইন-চার্জ, জি.আর.পি, বেনাপোল রেল স্টেশন, শার্শা, এস.এস.ই/ আই.সি (এল এন্ড সি), বাংলাদেশ রেলওয়ে বেনাপোল, শার্শা, যশোর।

স্টেশন মাস্টার, বেনাপোল রেলওয়ে স্টেশন। নাভারণ রেলওয়ে স্টেশন, নাভারণ, শার্শা, যশোর। শার্শা উপজেলা কলেজ/বুরুজবাগান সিনিঃ ফাজিল মাদ্রাসা/নাভারণ মহিলা আলিম মাদ্রাসা, শার্শা। কোম্পানী কমান্ডার, বেনাপোল আইসিপি/ বেনাপোল বিওপি/ধান্যখোলা বিওপি/গোগা বিওপি/পুটখালি বিওপি /অগ্রভুলট বিওপি। শালকোনা বিওপি, শার্শা, যশোর।

প্রধান শিক্ষক, শার্শা সরঃ পাইলট মাধ্যঃ বিদ্যাঃ। বুরুজবাগান মাধ্যঃ বিলাহ/বুরুজবাগান মাধ্যঃ বালিকা বিদ্যাঃ, শার্শা, যশোর। উক্ত সভায় শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা-খায়রুজ্জামান মধু, সভাপতি-হাসান জহির, বেনাপোলপৌরসভাপতি,মোঃ নাজিম উদ্দিন, জামাতে ইসলাম বাংলাদেশ মোহাম্মদ আজিজুর রহমান, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক,যশোর মহোদয়’কে অবহিত করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,