সারাদেশ

পূর্বধলায় যুবলীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খান (৪৯) ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম আকাশ (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম কে হাটখলা বাজার থেকে এবং নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খান কে নারান্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান। আটককৃত যুবলীগ ও ছাত্রলীগের ২ জন পূর্বধলা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলার আসামী ছিল। আজ আটককৃতদের আদালতে পাঠানো হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,