শাহীন-এ্যামির নেতৃত্বে এগিয়ে যাবে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সমিতির কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহীন আহমেদ আহ্বায়ক এবং আজকের পত্রিকার প্রতিনিধি শ্রাবণী কবির এ্যামি সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক আতিক হাসান শুভ এবং সদস্য রবিউল ইসলাম রেজা ও পার্থ সাহা।
এর আগে, কার্যনির্বাহী পরিষদ কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভার মাধ্যমে পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবে এবং আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।