ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে অবরোধ: ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রত্যহার

মানিকগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীদের একাংশ। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অপর দিকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যহার করে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
উল্লেখ্য,গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহবায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ জনকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব। এই কমিটিতে স্থান পাওয়া ২০ জনকে বিতর্কিত দাবি করে এবং আন্দোলনে আহতদেরকে বাদ দেওয়াসহ নানা অভিযোগে জেলা কমিটি থেকে আড়াইশো ব্যক্তি পদত্যাগ করেছেন বলে দাবি করেন আন্দোলনরত নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন,সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটি বাতিলের দাবি জানালে বর্তমান কমিটির নেতারা তিনজন আন্দোলনকারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।