সারাদেশ

শ্বাশুড়ি মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

আকাশ শীল , কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে শশুরবাড়ি ফেরার পথে মা-ছেলের মৃত্যু হয়েছে।
তার আগে গত ১৫ ফেব্রুয়ারী মারা গেয়েছিলেন আইরিন( মা মারা যায়, ঠিক ৯দিন পর মারা গেলেন আইরিনের (৩০) শাশুড়ি ফাতেমা বেগম (৬৫)। সেই খবরে ৬ মাসের বাচ্চাঁ নিয়ে শ্বশুর বাড়ি ফিরছিলেন আইরিন।
 গাড়িতে উঠে কিছুদির যাওয়ার পথেই বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান
গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের আইরিন আপন ছোট ভাই মোহাম্মদ আবির (১৭)।
নিহত আইরিন নিগার কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলী আহমদ চেয়ারম্যানের পুরাতন বাড়ির মৃত হাফেজ হাজী শামসুলের পুত্র মোহাম্মদ নোমানুর রশিদের (৩৫) স্ত্রী।
সরজমিনে আইরিনের শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায়, আইরিনের ব্যাংকার স্বামী নোমানুর রশিদ মা-স্ত্রী এবং একমাত্র সন্তান আহসানকে হারিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে একসঙ্গে এত মৃত্যুর শোক সইতে পারছে না কেউ। পুরো এলাকা যেন শোকের মাতমে পরিনত হয়।
দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান নিহতের খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েন স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫)। সকালে স্ত্রী ও সন্তানের লাশ বাড়িতে এনে কান্নায় ভেঙে পড়েন।
আহাজারি করতে করতে নিহতের স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫) বলছিলেন, ‘মা, স্ত্রী-সন্তান গেলো, আমারে দেখার কেউ রইল না আর। মাকে দাফন করে ঘরে এসেই স্ত্রী-সন্তানকেও কবরে দিয়ে আসতে হলো।
 তিনি বলেন ‘মায়ের মৃত্যুর খবরে দ্রুত আসতে বলেছিলাম। তারা ফিরেছে ঠিক, তবে লাশ হয়ে। কিন্তু ফিরছে কেন? এখন  আমার সাজানো গোছানো সংসার শেষ।
ছেলে ও স্ত্রীকে নিয়েই ছিল তাঁর সংসার। তাঁরা দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি একা হয়ে গেছেন। এক সঙ্গে পরিবারের তিনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।
প্রতিবেশীরা জানায়, কিছুদিন আগে নোমানুর রশিদের শ্বশুর মারা গেলে, সেখানে তার স্ত্রী সন্তান যায়। রাতে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়িতে আসছিলেন তারা। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যতায় মুখরিত ছিল যে বাড়ির আঙিনা, সেই ভিটে মাটিতে চলছে শোকের মাতম। বাড়ির দেয়ালে দেয়ালে যেন পড়েছে শোকের আস্তরণ।
নোমানুর রশিদের ভাই আমিনুর রশীদ বলেন, আমার মা গতরাত বারোটার দিকে ইন্তেকাল করেন। সেই খবর ভাইকে দিয়েছিলাম। ভাই তার নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসলেও তার স্ত্রী ও ছয় মাসের বাচ্চাঁ এক্সিডেন্টে মারা যায়।
নিহতের ভাসুর আমিনুল রশিদ বলেন, সোমবার সকাল দশটায় মায়ের জানাজা শেষে দাফর করা হয়। এরপর দুপুরে ছোটভাইয়ের স্ত্রী ও তার সন্তানকে দাফন সম্পন্ন হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,