কচুয়ায় শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি পালিত

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়ায় শ্রমিক দলের আয়োজনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৩ মার্চ (বৃহস্পতিবার) কচুয়া জিরোপয়েন্ট চত্বরে সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কচুয়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, যুবদল নেতা মশিউর রহমান মুক্তা,শ্রমিকদল নেতা টুটুল শিকদার, যুবদল নেতা শেখ সুজন, এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, শ্রমিকদল নেতা জাকির হাজরা, মোকাম্মেল হোসেন, রুবেল শেখ, একরামুল হক, কৃষকদল নেতা ফারুক মাঝি,আসাদ শেখ, আফজাল, জাহিদ হোসেন,ছাত্রদল নেতা উজ্জ্বল দাস, ইমরান হোসেন, মহিলা দলের নেত্রী এলিজা বেগম সহ প্রমুখ।