সারাদেশ

ভোলায় ডেভিল হান্ট অভিযানে জেলা আওয়ামী লীগ এর ২ নেতা আটক

মোঃ রাফসান জানি, ভোলা।
দেশের চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ভোলায় আওয়ামী লীগের ২ নেতাকে আটক করে যৌথ বাহিনী।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) ভোলায় কর্মরত যৌথবাহিনী কতৃক এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানায় যে,অদ্য(১৮ ফেব্রুয়ারী)মধ্যরাতে অপারেশন ডেভিল হান্টের আওতায় নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড,রেব ও পুলিশের অংশগ্রহণে পরিচালিত অভিযানে ভোলা শহরের কালীবাড়ি রোড এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে আটক করা হয় ভোলা জেলা আওয়ামী লীগের হেভি ওয়েট দুই নেতাকে।
বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা কালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন নামের ০২ জন নেতাকে আটক করে যৌথ বাহিনী।
আটকৃত ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,