সারাদেশ

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ জামালপুর থেকে গ্রেপ্তার

 

প্রতিনিধি
জামালপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল( শনিবার) গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

গণমাধ্যমকে পুলিশ জানায়, রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আকাশ নিজ এলাকায় আত্মগোপনে থাকেন। তিনি আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই।

আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।

এদিকে অভিযানের সময় ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,