সারাদেশ

সিরাজগঞ্জ সদর থানার পরিত্যক্ত গাড়িতে আগুন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর থানার পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতিগ্রস্ত হয় পরিত্যক্ত ৬‌টি গাড়ি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার সূত্রে জানা যায়, থানা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক আগুন দেখতে পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিত্যক্ত ১টি ট্রাক, ১টি মাইক্রো ও ৪টি প্রাইভেটকার আংশিক পুড়ে যায়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানায় এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,