জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ওলামা দলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ীদের পুরুষ্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী,সদস্য সাইফুর রহমান রতন,পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা ও সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।ফেনী জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন।এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা কাজী আবদুল হান্নান জিলানী,ফেনী জেলা যুগ্ম আহবায়ক মাওলানা ইরফান উদ্দিন আরমান,মাওলানা শফিকুর রহমান,মাওলানা আবদুল্লাহ আল মামুন,মাওলানা আবু আইয়ুব হেলাল,সদস্য মাওলানা জামাল উদ্দিন খোন্দকার প্রমুখ।দোয়া পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের পেশ ইমাম। শেষে শহীদ জিয়াউর রহমান হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহকারী ৩০ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।এছাড়াও দেড় শতাধিক অংশগ্রহন কারী প্রতিযোগিকে শান্তনা পুরস্কার ও দুপুরের খাবার প্রদান করা হয়েছে।