ফেনীর ছাগলনাইয়ায় বেলাল নামে এক যুবকের লাশ উদ্ধার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের পাশে মিলল এক যুবকের মরদেহ।২৬ ফেব্রুয়ারি,বুধবার সকাল ৭ টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি।জানাগেছে,ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের মোছাদ্দির বাড়ীর নুর আলম মিন্টু ছেলে বেলাল হোসেন(২১),স্থানীয় জমাদ্দার বাজারের পারভিন কোকারিজে চাকুরি করেন।প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও ১১ টার দিকে বাসায় ফিরেন।রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে একটি ফোন আসে।কথা বলতে বলতে তিনি ঘরের বাহিরে যান।রাতে আর ফিরেননি।বুধবার সকাল ৭টার দিকে স্কুলের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ছাগলনাইয়া থানা ও নিহতের বাবাকে খবর দেন।নিহতের বাবা নুর আলম মিন্টু বলেন, রাতে ফোন রিসিভ করে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি বেলাল।কিভাবে ছেলের মৃত্যু হয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন।ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।