সরকারি মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক বনভোজন

উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় সরকারি মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
২৬ ফেব্রুয়ারি নিজ প্রতিষ্ঠানে দিন ব্যাপী এ বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন ও সেখ জাহাঙ্গীর হোসেন।এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম সেখ ও কলেজ শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।