ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির জরুরি সভা ও শীতবস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সামাজিক সাংস্কৃতিক আন্দোলন ও মানবিক সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ জানুয়ারি বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরীর সভা সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এফডিসির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আবু তাহের।উক্ত জরুরি সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়।আলোচনা সভায় এজেন্ডার বিষয় বস্তু নিয়ে সভার সকলের সম্মতিক্রমে জিয়াউল হক টিটুকে অর্থ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়।সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষে সংগঠনের মাসিক চাঁদা সকল সদস্যদের নিয়মিত পরিশোধ করার আহবান জানানো হয় এবং সভায় উপস্থিত সদস্যের মধ্যে ৬জন মাসিক চাঁদা প্রদান করেছেন।৩য় এজেন্ডা এফডিসির উদ্যোগে পিকনিক করার আহবান জানানো হলে সভায় সম্মতিক্রমে তা গ্রহন করা হয় এবং দফতর সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া আহবায়ক করে ৬ সদস্যের একটি কমিটির অনুমোদন দেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী।বাকি সদস্যরা হলেন যৃগ্ন সম্পাদক কাউসার চৌধুরী মুন্না,অর্থ সম্পাদক জিয়াউল হক টিটু,প্রচার সম্পাদক দিদার মজুমদার,সহ-দফতর সম্পাদক কামরুল হাসান বাবলু এবং সদস্য ডাঃ এমএ মতিন।উক্ত পিকনিক কমিটি আগামী কয়েক দিনের মধ্যে স্থান ও খরচ নির্ধারণের জন্য সংগঠন থেকে বলা হয়েছে।এছাড়াও সভা চলাকালীন সময়ে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।জরুরী কাজে সভার সভাপতি আবু তাহের বিদায় নিলে সভার সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি মহি উদ্দিন সেলিম।উক্ত জরুরি সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনা ছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়,আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন সহ-সভাপতি মহি উদ্দিন সেলিম।