ফেনী সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র হওয়ায় ব্যাহত উচ্চশিক্ষা শিক্ষার্থীদের হতাশা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সরকারি কলেজ জেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।প্রতিবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই প্রতিষ্ঠান।ফলে প্রায় মাসব্যাপী একাডেমিক কার্যক্রম ব্যাহত হয় কলেজের উচ্চ মাধ্যমিক,অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের।
চলতি বছরের ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও দেখা যাবে একই চিত্র। জেলার বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা এখানে এসএসসি পরীক্ষা দেবে।ফলে উচ্চ মাধ্যমিক,অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।শিক্ষার্থীদের অভিযোগ,সরকারি ছুটি ও পাবলিক পরীক্ষার কারণে কলেজের ক্লাস বন্ধ থাকায় তাদের পাঠ্যসূচি ব্যাহত হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারে ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা হলেও এসএসসি পরীক্ষার কারণে তা বিঘ্নিত হয়,যা কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।শিক্ষার্থীদের দাবি,এসএসসি পরীক্ষার কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হলে কলেজের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে তারা বলেন,উচ্চ শিক্ষার পরিবেশ রক্ষা করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হোক।