সারাদেশ

ফুলগাজীর দরবারপুরে বিদ্যুতের আগুনে পুড়ে ছাই ভ্যান চালক করিমের শেষ আশ্রয়।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
দরিদ্র ভ্যানচালক মোঃ করিমের (৭০) বসতঘর ভোরে পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে দরিদ্র করিম পরিবার নিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছে।২৩ ফেব্রুয়ারী গতকাল রবিবার ভোর ৫ টায় পশ্চিম দরবারপুরের বেন্তি পুকুর পাড়ের মিয়াজি বাড়ির করিমের বসতঘর পুড়ে শেষ সম্বলটুকু পুড়ে গেছে।
কান্না জড়িত কন্ঠে পাগলপ্রায় করিম জানান,প্রকৃতির ডাকে বের হয়ে ঘরের ভিতরে বসানো বিদ্যুতের খুঁটির উপরে সংযোগ স্থানে আগুনে ঝলকানি দেখে ঘরে ঘুমন্ত স্ত্রী,ছেলে-মেয়েদের বের করতেই মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়।পাশের টিনের চৌচালা ঘরের লোকজনও বিদ্যুতের আগুন দেখে প্রান বাঁচাতে বেরিয়ে পড়ে।
ফুলগাজী ফায়ার স্টেশনের ফাইটার ইমাম ভুঞা জানান, খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ফুলগাজী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় এলাকাবাসী ফয়েজ আহমেদ সোহেল এরজন্য পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।তিনি বলেন,ঘর নির্মাণের পর এই খুঁটি সরানোর জন্য আবেদন করেও ব্যবস্থা গ্রহণ করা হয় নি। উপরন্তু ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ করেছে সোহেল।পুড়ে যাওয়া পরিবারের ঘর দেখতে আসা আগন্তুক আনিছ এটিকে দুঃখজনক বলে জানান।
দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরী ও সাঃসম্পাদক বাবলু চৌধুরী আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলে গিয়ে করিমকে স্বান্তনা প্রদান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সর্বস্ব হারানো করিমের সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে।রান্না করা মাংস ও ঘরে সংরক্ষিত আলু পুড়ে কয়লা হয়ে গেছে।ফুলগাজী পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন পূর্বের অবস্থান থেকে একফুট দূরত্বে খুঁটি বসানোর কাজ শুরু করলে স্থানীয়দের আপত্তির মুখে খুঁটি নিয়ে ফেরত চলে যায়।ফুলগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইকবাল মাহাদী জেলায় মিটিং এ ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যাওয়া হয় নি।তিনি খুঁটি সরানোর জন্য  ৫০ হাজার টাকা চাওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান।তিনি বলেন,আবেদন করা হলে দেখে বলা যাবে নিয়মানুযায়ী খুঁটি বসানোর জন্য কত খরচ পড়বে।১ ছেলে ও ৩ মেয়ের জনক বয়োবৃদ্ধ করিম ৩০ বৎসর পূর্বে বগুড়া থেকে এসে দরবারপুরের মৃত নুর আহাম্মদের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে ৩ শতাংশ জায়গায় ঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করতে থাকে।ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করে দিনাতিপাত করা করিম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর কান্নায় ভেঙে পড়ে সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, আমার সব শেষ হয়ে গেছে।ফুলগাজী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃতারেক হোসেন আগুনে করিমের বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,