সারাদেশ

লোহাগাড়ায় ২ ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ ৪ ইটভাটাকে ২২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে এবং  ৪টি ইটভাটা থেকে ২২ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-৭, লোহাগাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা ভূমি অফিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (NBK) ও মেসার্স মা ব্রিকস ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই ইউনিয়নের মেসার্স শাহ আমানত ব্রিকসকে (SMB) ৫ লাখ টাকা, মেসার্স পদ্মা ব্রিকসকে (PBM)  কৃষি জমির মাটি ও পাহাড় কর্তনের দায়ে ৭ লাখ টাকা, মেসার্স খাজা ব্রিকসকে (KBM) ৫ লাখ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে (MBM) ৫ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স এএইচ ব্রিকসসহ মোট ৭টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,