গোবিন্দগঞ্জে হিমাগারে বুকিং স্লিপ না পেয়ে মহাসড়ক অবরোধ।

মিজানুর রহমান
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে হিমাদ্রি ক্লোড স্টোরেজে ভোর থেকেই কৃষকরা এসে ক্লোড স্টোরেজের সামনের মেইন গেটে বুকিং স্লিপ দেয়ার দাবী জানিয়ে দীর্ঘক্ষন ধরে ভীড় করলে,হিমাদ্রি ক্লোড স্টোরের কতৃপক্ষ বলেন, স্টোরে ধারন ক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে,কতৃপক্ষের এমন কথার জবাবে কৃষকরা বলেন,একদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি,অপরদিকে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে কার্ড বিক্রি শুরু হয়েছে, আজ ১৮ই ফেব্রুয়ারী কার্ড শেষ হয়ে গেল,এমন উত্তরে অসন্তোষ দেখা দেয় কৃষকদের মাঝে। হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে বুকিং কার্ডের দাবীতে হিমাদ্রি ক্লোড স্টোরেজ লিমিটেড এর সামনে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত দুই দফা মহাসড়ক অবরোধ করে আলুর রাখার জন্য বুকিং স্লিপ দেয়ার দাবী জানায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম,হাইওয়ে ওসি মোজাফফর হোসেন, ওসি তদন্ত ইকবাল পাশা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।