সারাদেশ

তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার বাল্কহেডসহ ৩৭ জন আটক

রিয়াজ ফরাজি
ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫টি ড্রেজার ও ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক পরিচালিত এই অভিযানটি গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মধ্যরাত ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেড ও ৩৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেন। পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড বিআইডব্লিউটিএ, ভোলা সদর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, আর আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,