সারাদেশ

শেরপুরে বিজিবি’র অভিযানে চোরাই পথে আনা  আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুর জেলার হলদিগ্রাম সীমান্তবর্তী এরিয়া নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বুধবার (২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল নেতৃত্বে ভোর ৫:৩০ মিনিটে ৭ জনের একটি টহল সাথে নিয়ে এই অভিযান চালান
ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা কালারের ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল বিজিবির দল গাড়িটির  কাছে পৌছানোর আগে তাদের উপস্থিত টের পেয়ে ড্রাইভার সহ ৪ থেকে ৫ জন লোক গাড়ি ও মাংস রেখে  তাৎক্ষনিক ভাবে পালিয়ে যান
এসময় ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়াল এর নেতৃত্বে গাড়ি ও জব্দকৃত মাংস সহ হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয় তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,