গাইবান্ধায় জাসাস নেতা সুজনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব খান মোহাম্মদ কাউসার ওযাহিদ সুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার দুপুরে পৌর শহরের ডিবিরোডে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আশরাফুল আলম সরকার বাদশা, কাফি মন্ডল,শফিকুল ইসলাম রুবেল ও ভুক্তভোগী সুজনসহ এলাকাবাসী ।
এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত কুখ্যাত সুদখোর, নারী লোভী, লম্পট, পতিত ফ্যাসিস্টের অন্যতম দোসর আরিফ ফয়সাল লেলিন ও তার মাতা লাকি বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার মুল সড়কটি অবরোধ করে রাখেন। এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।