মানিকগঞ্জে কারখানা দুর্ধর্ষ ডাকাতির ১১ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ এ্যান্ড লিঃ এ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশের একটি টিম। ডাকাতির ঘটনায় ব্যবহৃত যন্ত্রপাতি ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
গত ৮ ফ্রেব্রুয়ারি সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ এ্যান্ড লিঃ এ ডাকাতির ঘটনা ঘটে। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় ২৫/৩০ জনের একটি ডাকাত দল রাতে সিকিউরিটি বারান্দার দেয়াল টপকে কারখানার গ্রিল কেটে গেটের তালা ভেঙে দারোয়ান সহ ঘুমন্ত আট জনের হাত পা মুখ বেধে নগদ ও মালামাল সহ ১৪ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় দৌলতপুর থানায় রাইজিং গ্রুপের এ্যাডমিন মোশাররফ হোসেন বাদী হয়ে একটি ডাকাতি মামলা করেন।
মামলা হওয়ার পর ডাকাত সদস্যদের ধরতে ইন্সপেক্টর মানবেন্দ্র বালোর নেতৃত্বে বিশেষ একটি টিম গঠন করা হয়। টিমের সদস্যরা ঢাকা, ফরিদপুর, পাবনাসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে ১২ জনকে গ্রেপ্তার করে ও তাদের কাছ থেকে ডাকাতিতে অংশ গ্রহণের সরঞ্জাম সহ একটি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার আব্দুর রশিদের ছেলে লালচান (৪১), সিরাজগঞ্জ জেলার মৃত আব্দুর রহমানের ছেলে লিয়াকত আলী (৫৪), খোদা বক্সের ছেলে জাহাঙ্গীর আলী (২৫), টাঙ্গাইল জেলার দেলোয়ার হোসেনের ছেলে কাউছার (২১), মোকাদ্দেসের ছেলে হৃদয় হাসান (১৯), সিরাজগঞ্জ জেলার মৃত কানছু মিয়ার ছেলে মোঃ মোকাদ্দেস (৪০), চাঁদপুর জেলার তারাপদ হালদারের ছেলে রাসেল (২০), রংপুর জেলার আশরাফ আলীর ছেলে জাহিদ হাসান (৩৫), সিরাজগঞ্জ জেলার মৃত মোকছেদের ছেলে আবু সাঈদ (৫০), ফজলুল হকের ছেলে স্বপন মিয়া (২০), মোফাজ্জল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (৩৫)।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় প্রযুক্তি ব্যবহার করে আসামীদের ধৃত করা হয়েছে। বাকি আসামীদের খুব শীঘ্রই ধৃত করা হবে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে ও ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।