লোহাগাড়া পুটিবিলায় শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রামে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিকদল লোহাগাড়া উপজেলাধীন পুটিবিলা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচর হাট বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদলের সংগঠক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ, অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদল লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি এস. এম জাকারিয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল কোম্পানি, পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম জিকু, আকরাম হোসেন দুলাল, আলহাজ্ব ইসহাক কোম্পানি, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, আবু মূচাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আব্দুল মান্নাকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি পুটিবিলা ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ আলিফের কবর জেয়ারত করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিকদের নেতৃবৃন্দ।