সারাদেশ

শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতন সাবজোনে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা

রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সোমবার সকাল ১০টা হতে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় সাব জোনে বিদ্যালয়ের মাঠে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বনশ্রী সাবজোন এর সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম।    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ,সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সহকারী শিক্ষক জয়দেব মন্ডল, মহাদেব মৃধা, মজনু এলাহী, মোঃ করিম বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।দিন ব্যাপী ক্রীড়া পরিচালনা করেন সাব জোনের শিক্ষা প্রতিষ্ঠান গুলির শরীরর্চ্চা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষকবৃন্দ।   ক্রীড়া প্রতিযোগীতায় দৌড়, লম্বা লাফ, উচ্চ লাফ,সাইকেলিং, ব্যাডমিন্টন,ক্রিকেট ভলিবলসহ বিভিন্ন  প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে খেলা  শেষে  পুরষ্কার বিতরণ করা হয়। জানা যায় সাব জোনে প্রত্যেক খেলায় চ্যাম্পিয়ন ছাত্র-ছাত্রীরা পরবর্তীতে শ্যামনগর উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং