সারাদেশ

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক  ঢাকা বিমানবন্দরে গ্রেফতার। 

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবার বেলা ১১টায় তিনি মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ও পলাতক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।  সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় আজ বুধবার বেলা ১১টায় মেয়র মোস্তাক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যেই ডিবি পুলিশের টিম রওনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং