সারাদেশ

ভূঞাপুরের মাঠিতে ১৭ বছর পর সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

খায়রুল খন্দকার টাঙ্গাইল  :দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর আবারও রাজনীতিতে ফিরেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সাংসদ, গোপালপুর -ভূঞাপুর এর মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভূঞাপুর মডেল  সরকারি উচ্চ মাঠে এই সংর্ধবনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু।
বিশেষ অতিথি  ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন এলাকা থেকে  খন্ডখন্ড বিশাল বিশাল শ্লোগান ও ঢাকঢোল সমেত মিছিল এসে সমাবেশে যোগ দেয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,