সান্তাহারে আ’লীগ নেতার ইন্তেকাল

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য, নিবির বস্ত্র বিতান এর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব এস এম জাহিদুর বারী গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম আলহাজ্ব এস এম জাহিদুর বারী উপজেলার শাঁওইল গ্রামের মৃত আলহাজ্ব রমজান আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। দীর্ঘ দিন ধরে তিনি হৃদরোগসহ নানা ধরণের জটিল রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
তাঁর প্রথম নামাজে জানাজা বেলা এগারো ঘটিকার সময় সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঝে এবং তাঁর নিজ গ্রাম শাঁওইলে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।