সন্ত্রাস, ছিনতাই, খুন, ধর্ষণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবীতে ভূঞাপুরে সুজনের মানববন্ধন

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর মানববন্ধন অনুষ্ঠিত।
শনিবার (১ মার্চ) ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
সুজন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সুজন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, দুর্নীতির প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সেবক সংগঠন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ভূঞাপুর ব্লাডগ্রুপ প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন সভাপতি রনি প্রমুখ।
দেশে সন্ত্রাস, ছিনতাই, খুন, ধর্ষণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবী করে বলেন, আমরা সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের ঘটনা প্রতিদিন দেখতে পাচ্ছি।
তারা আরো বলেন গণ-অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এ রকম ধর্ষণের ঘটনা, ছিনতাইয়ের ঘটনা ও সন্ত্রাসের ঘটনা দেখব, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি একটা সাম্য, মানবিক ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই, তাহলে সরকারকে প্রথমেই বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সুশাসন গড়ে তুলতে হবে। একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইলে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।